আসুন জেনে নিই, পৃথিবীতে মৃত্যুদণ্ড বাতিল করেছে যেসব দেশ

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনো মৃত্যুদণ্ড কার্যকর রয়েছে৷ তবে চলতি শতকে কয়েকটি দেশ এই শাস্তি প্রথা বাতিল করেছে৷

আলবেনিয়া

দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশটিতে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০০ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৯৫ সালে।

আর্মেনিয়া

ইউরোপের গুরুত্বপূর্ণ রাষ্ট্র আর্মেনিয়ায় মৃত্যুদন্ড বাতিল হয় ২০০৩ সালে। দেশটিতে সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৯২ সালে।

ভুটান

এশীয় মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ ভুটানের মৃত্যুদন্ডাদেশ বাতিল হয় ২০০৪ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৭৪ সালে।

বুরুন্ডি

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি । দেশটিতে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০৯ এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০০০।

চিলি

দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড। দেশটিতে মুত্যুদন্ড বাতিল হয় ২০০১ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৮৫ সালে।

ফিলিপাইন

দেশটিতে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০৬ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০০০ সালে।

গ্যাবন

মধ্য আফ্রিকার পশ্চিমভাগের একটি রাষ্ট্র। দেশটিতে মৃত্যুদন্ড প্রথা বাতিল হয় ২০১০ সালে। আর সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৮১ সালে।

কাজাখস্থান

কাজাখস্থানে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০৭ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০০৩ সালে।

মন্টোনেগ্রো

২০০২ সালে মন্টোনেগ্রোয় মৃত্যুদন্ড বাতিল হয়। সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৯২ সালে।

সেনেগাল

সেনেগাল প্রজাতন্ত্র পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম ডাকার। দেশটিতে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০৪ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৬৭ সালে।

সার্বিয়া

মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। এটি পানোনীয় সমভূমির দক্ষিণাংশে, বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত।দেশটিতে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০২ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৯২ সালে।

টোগো

দেশটিতে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০৯ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৭৮ সালে।

তুরস্ক

মুসলিম প্রধান দেশ তুরস্কে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০২ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৯৮৪ সালে।

উজবেকিস্তান

উজবেকিস্তানে মৃত্যুদন্ড বাতিল হয় ২০০৮ সালে এবং সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০০৫ সালে।-ডিডব্লিউ



মন্তব্য চালু নেই