আসিফের ‘প্রজেক্ট আঁখি আলমগীর’
কয়েক বছর আগে আসিফের সঙ্গে একটি গান করেছিলেন আঁখি আলমগীর। মাঝখানে দীর্ঘ বিরতির পর ফের দুজন মিলে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। অ্যালবামের নাম ‘প্রজেক্ট আঁখি আলমগীর’। ইতিমধ্যে ‘বেসামাল মন’ শিরোনামে একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি গানের কাজও চলছে।
ফেসবুক বার্তায় সঙ্গীতশিল্পী আসিফ জানিয়েছেন, ‘ক্যারিয়ারের দীর্ঘসময় একসাথে পথ চললেও গান গেয়েছি মাত্র একখানা, যেটা অনুল্লেখ যোগ্য। এটা নিয়ে হয়তো লীডারের (আঁখি) অভিমান ছিলো, নয়তো আমারই ভুল ছিলো । গ্যাপটাকে আর প্রলম্বিত করতে চাইনি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কানে পৌঁছে যাবে। আঁখীর প্রতি সম্মান ভালবাসা রইলো।’
এছাড়া কলকাতার নতুন একটি মিক্সড অ্যালবামে গাইছেন আঁখি আলমগীর। ‘মনে সাথে সব অভিমান’ শিরোনামে একটি গানে কন্ঠ দিচ্ছেন তিনি। গানটি লিখেছেন আশিষ বৈদ্য। আঁখি ছাড়াও বাংলাদেশ থেকে সঙ্গীতশিল্পী সন্দীপনেরও একটি গান থাকছে।
মন্তব্য চালু নেই