আসিফের ছবির নায়ক মিশা সওদাগর
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা করবেন। শুধু ঘোষণাই নয় ইতোমধ্যে ছবিটির কাজ নিয়েও অনেক দূর এগিয়ে গেছেন।
জানা গেছে চিত্রনাট্য লেখা প্রায় সম্পন্ন। একটি টেলিভিশন টকশোতে এসে এ কথা জানালেন আসিফ। ছবির কুশীলব কে হবেন? এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, আমার ছবিটি হবে ‘পিতা’ কেন্দ্রিক। একজন সন্তানকে গড়ে তুলতে পিতার যে ভূমিকা রয়েছে তাই এই ছবিতে উঠে আসবে। তিনি বলেন, আমি আমার উপলব্ধি থেকে ছবিটির গল্প চিন্তা করেছি। মায়ের ভূমিকা রয়েছে কিন্তু বাবার যে ভূমিকা সেটাও কম নয়। অনেক সময় বড় হয়ে সন্তানেরা সে ভূমিকা ভুলে যায়। আমার ছবিতে সেসব গল্পই উঠে আসবে। ‘
আপনি তো একজন কণ্ঠশিল্পী আপনার তো গান নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল উপস্থাপক এমন প্রশ্ন করলে আসিফ বলেন আমার শুরুটা ছিল চলচ্চিত্র দিয়ে। তাই চলচ্চিত্রের জন্য কাজ করার তাগিদ অনুভব করেছি। ছবির নায়ক কে? এই প্রশ্নের জবাবে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘নায়ক চূড়ান্ত, মিশা সওদাগর। ‘-কালের কণ্ঠ
মন্তব্য চালু নেই