আসরের সালাত ছুটে যাওয়ার করুণ পরিণতি
ইসলাম ধর্মে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরয করা হয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানেরা নিয়মিত সালাত আদায় করে থাকেন। তবে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে আসরের সালাতের রয়েছে বিশেষ গুরুত্ব।
যে ব্যক্তির ‘আসরের সালাত ছুটে গেল তার গুনাহ রাসূল (সা.) বলেছেন, কোন ব্যক্তির যদি ‘আসরের সলাত ছুটে যায়, তাহলে যেন তার পরিবার- পরিজন ও মাল-সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল।”(সহীহ আল-বুখারী,হাদীস ৫৫)
তাই আমাদের মধ্যে যাদের নামাজ আজ ছুটে গেলো তারা যেন আল্লাহ তালার দরবারে মাপ চায় এবং তারা যেন অবশ্যই বলে এই জীবনে আর যেন ছুটে না যায়। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।
মন্তব্য চালু নেই