আসছে ৪০০ সিসির নতুন পালসার

নতুন বাইক নিয়ে আসছে বাজাজ অটোমোবাইল। এটি হতে পারে পালসার সিরিজের। বাজাজ অটোর সর্বশেষ বাইক ছিল ভি ১৫ প্রিমিয়াম কমিউটার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শক্তিশালী ইঞ্জিনে অচিরেই বাজারে আসছে নতুন মোটর বাইক। তবে এটি পালসার সিরিজের হওয়ার সম্ভাবনাই বেশি।

বাজাজ অটোস এর মোটরসাইকেল বিজনেসের প্রেসিডেন্ট এরিক ভাস জানান, বাজাজ প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। এটি হবে শক্তিশালী বাইক। এটির আয়তন যেমন বড় হবে তেমনি শক্তিশালী হবে এর ইঞ্জিন।

তবে এটা কি পালসার সিরিজের নতুন কোনো বাইক হবে কিনা সে বিষয়ে খোলাসা করেননি এরিক।

বাজাজের নতুন ফ্লাগশিপ বাইক হলো পালসার আরএস ২০০। এটিতে আছে ১৯৯.৫ সিসির ইঞ্জিন। ধারনা করা হচ্ছে বাজাজের নতুন মোটরসাইকেল হবে পালসার ক্রুজার। এটি হবে ৪০০ সিসির। এমন একটি কনসেপ্ট বাইক ২০১৪ সালে বাজাজ অটো এক্সপোতে প্রদর্শন করে।



মন্তব্য চালু নেই