আসছে স্যামসাং গ্যালাক্সি নোট-৪
গ্যালাক্সি নোট-৪ বাজারের ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। আগামী ৩ সেপ্টেম্বরেই তা বাজারে আসছে।
জার্মানির বার্লিনে ইউরোপের সবচয়ে বড় প্রযুক্তি পণ্য প্রদর্শণীতে ফোনটির মোড়ক উন্মাচন করবে সাউথ কোরিয়ান মোবাইল কোম্পানি স্যামসাং। এ বছর এটিই হবে স্যামসাংয়ের সবচেয়ে উন্নত ফোন।
গত বছরের ৫ সেপ্টেম্বর স্যামসাং বাজারে এনেছিল গ্যালাক্সি-৩
গ্যালাক্সি- ৪ দুটি আকার নিয়ে বাজারে চাড়া হবে। একটির ডিসপ্লে হবে ৪.৭ ইঞ্চি অন্যটির হবে ৫.৫ ইঞ্চি।
স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটিই হবে প্রথম স্মার্টফোন যাতে আল্ট্রাভায়োলেট সেন্সর থাকবে।
তবে ফোনটির দাম কত হবে তা এখনও জানায়নি স্যামসাং।
মন্তব্য চালু নেই