আসছে মোশারফ করিমের ‘যমজ-৪’

মোশারফ করিম বাংলাদেশের অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। সমগ্র বাংলাদেশ জুড়ে সমান পরিচিত তার অসাধারণ অভিনয় ক্ষমতা, উচ্চারন দক্ষতার জন্য। প্রায় সব ধারাবাহিক ও মেগাধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় এই অভিনেতাকে।

প্রতিবারে ন্যায় এবারো ঈদে আসছে আজাদ কালামের পরিচালনায় মোশারফ করিম অভিনীত ‘যমজ-৪’ শিরোনামের নাটক। ইতিমধ্যে যমজের তিনিটি সিক্যুয়াল প্রচার হয়েছে বিভিন্ন চ্যানেলে। এবার একবারে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে মোশাররফকে।

গ্রামের এক বিয়ে খেতে গিয়ে নানা ঘটনার হাস্যরসাত্মক উপস্থাপনা হচ্ছে ‘যমজ-৪’। নাটকে মোশাররফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন নিশা প্রমুখ।



মন্তব্য চালু নেই