আসছে না ‘দেশা দ্য লিডার’

গত ২৬ নভেম্বর সেন্সরবোর্ডে জমা দেয়া হয় সৈকত নাসির পরিচালিত ‘দেশা- দ্য লিডার’ ছবিটি। কিন্তু এক সপ্তাহেও সেন্সর শো অনুষ্ঠিত হয়নি, তাই ১২ ডিসেম্বর ছবিটি মুক্তি দিতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এ প্রসঙ্গে ছবির পরিচালক বলেন, ‘এক সপ্তাহ আগে সেন্সর বোর্ডে ছবিটি জমা দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেন্সর শো অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় নির্দিষ্ট সময়ে ছবির মুক্তি অনিশ্চিত।’
এদিকে জাজ মাল্টিমিডিয়া সূত্র নিশ্চিত করেছে যে, ১২ ডিসেম্বর ‘দেশা দ্য লিডার’ ছবিটি মুক্তি পাচ্ছে না। তবে সেন্সর শো অনুষ্ঠিত হবার পর দ্রুত ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।
রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্মিত ‘দেশা-দ্য লিডার’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, নবাগত শিপন, তারিক আনাম খান, শিমুল খান, টাইগার রবি, মুনজুরুল করিম প্রমুখ।
মন্তব্য চালু নেই