আসছে গঙ্গাজল-২, আইপিএস অফিসার প্রিয়াঙ্কার প্রথম লুক !

‘গঙ্গাজল’ মুক্তির দীর্ঘদিন পর আসছে এর সিক্যুয়াল। হ্যাঁ, নির্মাতা প্রকাশ ঝাঁ’র পরিচালনায় শীঘ্রই আসছে ‘গঙ্গাজল-২’ ছবিটি। আর এই ছবিতে কেদ্রীয় চরিত্রে থাকছেন বর্তমান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি প্রকাশিত হল ′গঙ্গাজল-২′ ছবিতে আইপিএস অফিসারের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক।

এই সিনেমায় একজন সাহসী আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবিতে তার চরিত্রটির নাম আভা মাথুর।

তবে সবথেকে বড় চমক হল, এই ছবিতে প্রধান ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং পরিচালক, মানে প্রকাশ ঝাঁ নিজেই।
উল্লেখ্য, ২০০৩ সালে প্রথম ‘গঙ্গাজল’ ছবিটি মুক্তি পায়, প্রায় একযুগ পর ছবিটির সিক্যুয়াল করার কথা ভাবলেন পরিচালন প্রকাশ ঝাঁ।



মন্তব্য চালু নেই