আসছে এস আই টুটুলের একক এ্যালবাম ‘ভালবাসার রংমহল’

সেলিম রেজা, বিনোদন প্রতিনিধি: বর্তমান সময়ের ব্যস্ততম শিল্পী এস. আই. টুটুল। চলচ্চিত্রের গান ও স্টেজ শো নিয়ে তার ব্যস্ততায় সময় কাটে। তবে এবার দর্শকদের জন্য বের হচ্ছে এই ব্যস্ততম শিল্পীর একক এ্যালবাম।

এ্যালবামের নাম ‘ভালবাসার রংমহল’। কাজী ফারুক বাবুল এর গীত রচনায় এ্যালবামটি বের হতে যাচ্ছে। ‘ভালবাসার রংমহল’ এর সুর ও সঙ্গীতে জানে আলম। কাজী ফারুক বাবুলের সাথে আওয়ার নিউজ বিডি প্রতিনিধির কথা হলে তিনি এ বিষয়ে নিশ্চিত করেন।

সাধারণত এ্যালবামে দশ থেকে বারো (১০-১২) টি গান থাকে। তবে এই এ্যালবামে কয়টি গান থাকবে তা এখনো নির্ধারন করা হয়নি।



মন্তব্য চালু নেই