আসছে আমির-মাধুরীর ‘দিল’ ছবির সিক্যুয়েল
আসছে আমির খান-মাধুরী দীক্ষিত অভিনীত ‘দিল’ চলচ্চিত্রের সিক্যুয়েল। নব্বইয়ের দশকে এ জুটি অভিনীত চলচ্চিত্রটি সিনেপ্রেমীদের দিল জিতে নিয়েছিল। এ বার সেই সুপার ডুপার হিট ছবি ‘দিল’-এর সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক ইন্দ্র কুমার। যদিও ‘দিল’-এর পার্ট টু- তে কোন নায়ক-নায়িকা থাকবেন সে বিষয়ে এখনও মুখ খোলেননি পরিচালক।
১৯৯০ সালে প্রথম ছবি ‘দিল’ দিয়েই বলিউডে পরিচালক হিসাবে যাত্রা শুরু করেছিলেন ইন্দ্রা কুমার। তবে সম্প্রতি ‘মস্তি’, ‘ধামাল’, ‘গ্র্যান্ড মস্তি’র মতো বেশ কিছু সেক্স কমিডি ফিল্মের পরিচালনা করেছেন তিনি। এবার তিনি ৯০-এর দশকের স্বাদ ফিরিয়ে আনতে চলেছেন ‘দিল’-এর সিক্যুয়েলে।
পরিচালক নিজেই জানিয়েছেন, ‘বরাবরই ‘দিল’ আমার খুব পছন্দের সিনেমা। তবে আগের সাফল্যের কথা মাথায় রেখেই এই ছবির কাজ করতে চাই। এবং মোটেই দর্শকদের নিরাশ করতে চাই না। আমি এটাকে স্পেশ্যাল করে তুলতে চাই।’
২২ জুলাই মুক্তি পাবে ইন্দ্র কুমারের আগামী ছবি ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’। এই ছবির প্রচারে এসে পরিচালক বলেন, ‘আমি জানি অনেক মানুষই এই ধরনের সেক্স কমেডি পছন্দ করেন না। কিন্তু এই ছবিগুলো পয়সা দেয়।’
মন্তব্য চালু নেই