আশুলিয়ায় ভূয়া পুলিশ ও সাংবাদিক পরিচয়দানকারী দুই ব্যক্তি আটক

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে নানা সময়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে আমিনুল (৩২) ও বিল্লাল (২৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

তবে তাৎক্ষনিকভাকে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সন্ধায় আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার আজাদ মোল্লার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, আটককৃত আমিনুল ও বিল্লাল দীর্ঘ দিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে নিজেদের কখনও পুলিশ আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ দীর্ঘ দিন ধরে তাদের আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পরে মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতে প্রেরন করা হবে।



মন্তব্য চালু নেই