আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলায় আসামি ১২
ঢাকার আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় ডাকাত দলের সদস্য সাইফুলের নাম উল্লেখ্য করে ১২জনের নামে থানায় মামলা করেছে পুলিশ।
বুধবার সকালে আশুলিয়া থানায় এ মামলাটি দায়ের করা হয়।
এদিকে ডাকাতের হামলায় ব্যাংক কর্মকর্তা-নিরাপত্তা প্রহরীসহ স্থানীয় ৮জনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে ডাকাত আতঙ্ক।
সকাল থেকেই কাঠগড়া বাজার এলাকায় ব্যাংকটির সামনে ভিড় করছে শত শত মানুষ। ডাকাতের হামলায় নিহতের প্রতিবাদে পুরো বাজার এলাকায় কালো পতাকা লাগিয়ে শোক পালন করছে স্থানীয়রা।
এছাড়াও কাঠগড়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও শোক পালন করা হচ্ছে। প্রতিবাদে সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়াও ডাকাত দলের এলোপাথারী গুলি ও গ্রেনেড বিস্ফোরণে নিহতদের জানাজা আদায়ের জন্য স্থানীয় স্কুল মাঠে নামাজের আয়োজন করা হয়েছে।
একাধিক এলাকাবাসী ক্ষোভের সঙ্গে বলেন, ‘তাদের কাঠগড়া এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। এসব ডাকাতির পর পুলিশ ঘটনাস্থলে আসলেও মামলা দিতে গেলে চুরির মামলা দায়ের করে। পুলিশের নিরাপত্তা অবহেলার কারণে ব্যাংকে ভেতরে দিন-দুপুরে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
এ ছাড়াও এতোগুলো মানুষের প্রাণহানীর ঘটনায় তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডাকাতির ঘটনায় ১২জনের নামে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাতে থেকেই বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
মন্তব্য চালু নেই