আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন আতঙ্কে নামতে গিয়ে আহত ২০
টিপু সুলতান রবিন), স্টাফ করেসপন্ডেন্ট : সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে অন্তত বিশ শ্রমিক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে আশুলিয়ার কাঠগড়ার কন্টিনেন্টাল গার্মেন্টস প্রাইভেট লিমিটেড কারখানায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল সাড়ে দশটার দিকে কারখানাটির চার তলা ভবনের তৃতীয় তলায় ঝালাই এর কাজ করছিলো ওয়েল্ডিং মিস্ত্রীরা।
ঝালাই কাজের সময় আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হলে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে আনে কর্তৃপক্ষ।
এসময় শ্রমিকদের মধ্যে আগুন আতংক ছড়িয়ে পরলে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হয় অন্তত বিশ শ্রমিক।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আগুন অতংকের ঘটনায় কারখানাটি একদিনের সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।
এদিকে দুপুরে আশুলিয়ার কাঠগড়ায় এভার ব্রাইট পোশাক কারখানার ছয়তলা ভবনের ছাদে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষনিক তা নিভিয়ে ফেলে কারখানা কর্তৃপক্ষ। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই