আশুলিয়ায় ধর্ষণের পর হত্যা

ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত পরিচয়ে (২২) এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সামনে গিয়ে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বলেন, ‘নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও তরুণীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই