আশুলিয়ায় ঘুমন্ত অবস্থায় কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

টিপু সুলতান (রবিন) : সাভারের আশুলিয়ায় থামিয়ে রাখা কভার্ডভ্যানের নিচে ঘুমাতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেছে ওই কভার্ডভ্যানের হেলপার। পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে একটি কভার্ডভ্যান সকালে আশুলিয়ার জামগড়া এলাকার নিটল গ্রুপের কারখানার মেশীনারিজ নিয়ে আসে। কভার্ডভ্যান থেকে মেশীনারিজ নামানোর সময় ওই কভার্ডভ্যানের হেলপার ভ্যানটির নিচে ঘুমাতে যান। পরবর্তীতে মেশীনারিজ নামানো শেষ হলে কভার্ডভ্যানটি চালক চট্টগ্রামের উদ্দেশ্য পুনরায় রওনা দিলে নিচে ঘুমিয়ে থাকা হেলপার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে, ঘটনার পরপরই পালিয়ে যায় কভার্ডভ্যানটির চালক।



মন্তব্য চালু নেই