আশুলিয়ায় একটি প্রাইভেটকার থেকে ২০৩০বোতল ফেন্সিডিল সহ ১ জন আটক
টিপু সুলতান (রবিন), সাভার: সাভারে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিশেষ কৌশলে বহনের সময় দুই হাজার ত্রিশ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২-০৪-৮৩) জব্দ করেছে র্যাব-৪। এঘটনায় আব্দুল মালেক(৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকার মানিকের গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে অভিযান চালায় র্যা ব-৪।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় আব্দুল মালেক নামে একজনকে আটক করে র্যা ব।
এসময় প্রাইভেট কারের ভেতরে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে রাখা দুই হাজার ত্রিশবোতল ফিন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আব্দুল মালেক ঢাকার দোহারের হাজার বিঘা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
এঘটনায় জব্দকৃত ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটককৃত মালেককে আইনানুগ প্রকৃয়া গ্রহন করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যা ব চার এর স্কোয়াড কমান্ডার উনু মং।
মন্তব্য চালু নেই