আশুলিয়ায় একটি কক্ষ থেকে দুই তরুণীর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় দুই পোশাক শ্রমিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার বিল্পবের বাড়ির একটি কক্ষ থেকে পোশাক শ্রমিক দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে নরসিংহপুরে জৈনেক বিপ্লব মিয়ার ভাড়াবাড়ির একটি কক্ষের দরজা ভেঙ্গে ভিতর থেকে স্মৃতি ও কবিতা নামে দুই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত একটি ওড়নার মধ্যে দুইজনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ দুটির শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।প্রাথমিকভাবে আত্নহত্যা বলে ধারনা করছে পুলিশ।ময়না তদন্তের প্রতিবেদন পেলে এমৃতদেহ দুটির রহস্য উন্মচন করা সম্ভব হবে বলে পুলিশ জানায়।
তারা কয়েক মাস ধরে জৈনেক বিপ্লব মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে একসাথে বসবাস করে আসছিল ও পাশ্ববর্তী শারমিন ও হামীম গ্রুপ নামে দুইটি পোশাক কারখানায় কাজ করত। তাদের গ্রামের বাড়ি ঠাকুরাগাঁও ও নওগা জেলায়।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য চালু নেই