‘আশিকি থ্রি’র পর্দা কাঁপাবে হৃত্বিক!

সেই আশিকি, এর পর আসলো আশিকি টু। দুটি সিনেমাই গানের জন্য জয় করে নিল দর্শক হৃদয়। শিগগিরই কাজ শুরু হতে যাচ্ছে মিউজিক্যাল সুপারহিট সিরিজ ‘আশিকি’র তৃতীয় কিস্তি নির্মাণের।

প্রযোজক ভূষাণ কুমার ও ভাট পরিবার ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।

তবে এবারের কিস্তিতে নতুন শিল্পী নয়। ‘আশিকি থ্রি’ কাঁপাতে পর্দায় দেখা যেতে পারে বলিউডের গ্রিক দেবতা হৃতিক রোশনকে। প্রেমের আর গাননির্ভর ছবিটিতে তার উপস্থিতি কাঁপন ধরাবে বলেই আশা নির্মাণ সংশ্লিষ্টদের।

সম্প্রতি প্রযোজক ভূষাণের অনুরোধে ‘আশিকি’র (১৯৯০) ‘ধীরে ধীরে সে’ গানটির নতুন সংস্করণের ভিডিওতে নেচেছেন হৃতিক। নতুনভাবে গানটি গেয়েছেন ইও ইও হানি সিং।

মূল ছবি নির্মাণের ২৩ বছর পর ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি টু’। এতে অভিনয় করেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। মাত্র ১২ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে দেড়শ কোটি রুপি।



মন্তব্য চালু নেই