‘আল্লাহ আমার কথা শুনেছে’

‘আল্লাহ আমার কথা শুনেছে। খুব চিন্তায় ছিলাম আমি’— কথাগুলো জাতীয় দলের পেসার রুবেল হোসেনের মা রবেজান বিবির। ছেলের এমন পারফরম্যান্সে বাংলাদেশের জয়ানন্দে আত্মহারা রুবেলের মা। ইংল্যান্ডকে হারিয়ে চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর  রবেজান বিবি এ সব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার ছেলে ভাল বোলিং করেছে, বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খুব ভাল লাগছে। আমি আল্লাহর কাছে এই প্রার্থনাই করেছি। আমার বিশ্বাস ছিল আমার ছেলে ভাল করবে।’

তিনি আরও বলেছেন, ‘সারাদিন আমরা সবাই খেলা দেখেছি। আল্লাহর কাছে দোয়া করেছি যেন বাংলাদেশ জেতে। আল্লাহ আমাদের কথা শুনেছেন।’

আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি রুবেলের মা রবেজান বিবি। কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমার ছেলে অনেক সমস্যায় ছিল। এটা নিয়ে খুব দুঃচিন্তায় ছিলাম আমি। ওর বাবা অনেক টেনশন করেছে। ওর ভাই, আত্মীয়স্বজন সবাই টেনশনে ছিল।’

তিনি আরও বলেছেন, ‘ক্রিকেট বোর্ড রুবেলের ওপর আস্থা রাখায় তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ছেলে আস্থার প্রতিদান দিতে পারায় খুব ভাল লাগছে। মা হিসেবে এর চেয়ে বেশী প্রাপ্তি আর কিছু নেই।’



মন্তব্য চালু নেই