আ’লীগ ১০ আসনও পাবে না : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১০টির বেশি আসন পাবে না।

২৮ অক্টোবর শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কিন্তু, সার্চ কমিটির নামে রকিব মার্কা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।

তিনি বলেন, বিএনপি কঠিন সময়েও নির্বাচনে অংশগ্রহণ করে ৩৮টি সিট পেয়ে বিরোধীদলে ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান সরকারের এত ব্যর্থতা হয়েছে তারা নির্বাচনে বিজয়ের ফলাফলই খুঁজে পাবে না।

এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।



মন্তব্য চালু নেই