আলিয়া ও রণবীরের ছবি নিয়ে তুমুল হৈ চৈ
আলিয়া ও রণবীরের দুটি ছবি নিয়ে শুরু হয়ে তুমুল হৈ চৈ। এ ছবি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কেন না, এর আগে দুইজনকে কখনোই এক সঙ্গে দেখা যায়নি। তাহলে এবার কেন? এমন প্রশ্ন এখন বলিউডজুড়ে। সেই সাথে এই জুটি দর্শনে হতবাক সিনেপ্রেমীরা।
যার কারণে ছবি দুটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পরেছে। চলছে নানা আলোচনা। তবে ওই ছবি দুটি যে কোন ছবির নয়, তা নিশ্চিত সবাই। জানা গেছে ওেই ছবি দুটি একটি বিজ্ঞাপনের জন্য একসঙ্গে শুট করেছেন আলিয়া ও রণবীর। আর সেই বিজ্ঞাপনের ছবি দুটি ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়ায়। ভাইরাল হওয়া ছবির একটিতে ট্যাক্সি ড্রাইভারের বেশে আলিয়া অন্যটিতে ভারতীয় নারী।
অন্যদিকে একটি ছবিতে রণবীর গ্রামের ছেলে, অন্যটিতে হ্যান্ডসাম বয়। তবে কিসের বিজ্ঞাপন? সে প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি। তবে ছবির নীচে লাইক-কমেন্ট দেখে মনে হচ্ছে, খুব শীঘ্রই এই জুটিতে দেখা যাবে সিনেপর্দায়।
মন্তব্য চালু নেই