আলিয়ার নজর হৃতিকে!

সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকে হৃতিক রোশন এখন ‘টক অফ দ্য টাউন’৷ তাকে বিভিন্ন মহিলা ক্রমাগত প্রেম পত্র পাঠাচ্ছেন, এমন খবর তো আগেই পাওয়া গেছে।

এবার জানা গেল, শুধু সাধারণ মহিলারাই নন, হৃতিক সেলিব্রিটিদের মহলেও রীতিমতো আলোচনার বিষয়৷ কে বললেন, হূতিক সম্পর্কে নিজের আগ্রহের কথা? ইচ্ছুকের নাম আলিয়া ভাট৷

এর আগে আলিয়াকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, কোন পুরুষের প্রতি তার দুর্বলতা আছে৷ আলিয়া বলেছিলেন, রণবীর কাপুর৷ বলেছিলেন রণবীরকে দেখে তার বেশ ভালো লাগে৷ সম্প্রতি তিনি একটি ছবির কাজে যুক্ত হচ্ছেন, যাতে পর্দায় রণবীরের সঙ্গে প্রেমের অভিনয়ের সুযোগ তিনি পাবেন৷

সম্প্রতি তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছে, কোন অভিনেতার সঙ্গে তিনি দুষ্টুমি করতে চান৷ আলিয়ার সোজাসাপ্টা জবাব, হৃতিক৷ ‘হৃতিক তো এখন সিংগল! তাই না?’, দুষ্টু হাসি হেসে বলেছেন আলিয়া৷ তার মতে, হৃতিককে গ্রিক দেবতাদের মতো দেখতে৷ এত ভালো দেখতে একজন পুরুষের প্রতি আকর্ষণ না থাকাটাই তো অস্বাভাবিক, তার মতে৷



মন্তব্য চালু নেই