আলিয়ার চ্যালেঞ্জ
ক্যারিয়ার খুব বেশিদিনের নয়, তবুও জয় করে নিয়েছেন সকলের নির্ভরতা। ছবির প্রযোজক এবং পরিচালক এখন সহজেই ভরসা করতে পারেন তার উপর। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির বড়লোকের বিগড়ে যাওয়া মেয়ে কিংবা ‘টু স্টেটস’ ছবির প্রাণচঞ্চল তরুণী অথবা ‘হাইওয়ে’ ছবির সিরিয়াস চরিত্র- অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট।
অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন তিনি। খুব কম সময়ের মধ্যেই বলিউডে নিজের জমি শক্ত করে নিয়েছেন ২২ বছর বয়সী এ অভিনেত্রী। বর্তমানে ‘উড়তা পঞ্জাব’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন আলিয়া। কিন্তু তার চরিত্র নিয়ে তেমন কিছু প্রকাশ করেননি কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, এ ছবিতে এযাৎকালের সবচেয়ে কঠিন চরিত্রে অভিনয় করছেন তিনি।
আরও জানিয়েছেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে খুব বড় ঝুঁকি নিয়েছেন তিনি। যদিও চরিত্র কিংবা ছবি সম্পর্কে এর বেশিকিছু আর কিছু বললেনি। শুধু বলেছেন, ছবিতে একটি জটিল চরিত্রে অভিনয় করছেন আলিয়া।
অভিষেক চৌবে পরিচালিত এ ছবিতে আলিয়ার বিপরীতে এই ছবিতে আছেন শহিদ কাপুর। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর।
মন্তব্য চালু নেই