আলিম দারকে ছেঁটে ফেললো আইসিসি
আলিম দার, বিশ্বমানের একজন আম্পায়ার। নইলে কি আর আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হতে পারেন? তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানি এই আম্পায়ারকে ছেঁটে ফেললো ভারত ও ইংল্যান্ড সিরিজ থেকে। কেন?
পারফরম্যান্স কিংবা কোনো বিতর্কিত ঘটনার জন্য নয়। ভারতে পাকিস্তানিদের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) চাচ্ছিল না ভারতের বিপক্ষে কোনো পাকিস্তানি আম্পায়ার ম্যাচ পরিচালনা করুক।
সম্প্রতি কাশ্মির ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানে চলছে টানটান উত্তেজনা। সেই সাপে-নেউলে সম্পর্কের প্রভাব পড়েছে খেলাধুলায়ও। সদ্য সমাপ্ত কাডাবি বিশ্বকাপে পাকিস্তানের খেলোয়াড়দের ভারতে খেলতে আসতে দেয়া হয়নি। ভারত হয়তো তার-ই জবাব দিলো আলিম দারকে প্রত্যাখ্যান করে।
এদিকে, আলিম দারের অনুপস্থিতিতে কুমার ধর্মসেনাকে ভারত-ইংল্যান্ড সিরিজে আম্পায়ারের দায়িত্ব দিতে পারে আইসিসি। তবে বাংলাদেশের বিপক্ষে এই লঙ্কান আম্পায়ারিংয়ে ছিল ভুলেভরা। আজ তার নাম ঘোষণা করার কথা রয়েছে।
মন্তব্য চালু নেই