‘আর ঝগড়া, মারামারি নয়’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘আর ঝগড়া, মারামারি নয়। আমাদের উদ্দেশ্য যেন একটাই থাকে, জনগণের জন্য সম্মিলিতভাবে উন্নয়নের কাজ করা।’
নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ জিয়া হল মিলনায়তনের সামনে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, ‘আমি কয়েকদিন আগে কিছু বক্তব্য রেখেছিলাম। সেটার প্রতিক্রিয়ায় আমার ছোট বোন বলেছেন, নারায়ণগঞ্জ নাকি উত্তপ্ত হবে। আমি তাকে বলতে চাই, আপনি ভয় পেয়েন না। নারায়ণগঞ্জের মানুষ উত্তপ্ত হবে না।’
তিনি বলেন, ‘আমি তাকে (আইভী) আহ্বান জানিয়েছিলাম উন্নয়নের নামে। আমি সুখ-স্বচ্ছন্দ সব বিসর্জন দিয়ে জনগণের গোলামি করতে নেমেছি। সব কিছুরই সময় বেঁধে দেওয়া থাকে। আপনি যদি মনে করেন কেউ আপনার উন্নয়ন কাজে বাধা, তাহলে আমাকে জানান। আমি দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে দিব। কিন্তু নারায়ণগঞ্জবাসীকে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যায় কষ্ট দিবেন সেটা মেন নিব না।’
তিনি বলেন, ‘আপনি আগেও যেমন আমাকে বলেছেন, এখনও বলেন। আপনার কাছে ফান্ড আছে আমার কাছে নেই। আর ঝগড়া, মারামারি নয়। আমাদের উদ্দেশ্য যেন একটাই থাকে, জনগণের জন্য সম্মিলিতভাবে উন্নয়নের কাজ করা।’
সংসদ সদস্য সেলিম ওসমান মেয়র আইভী রহমানকে উদ্দেশ্য করে বলেন, নারায়ণগঞ্জে লাইসেন্স বিহীন এতো রিকশা কেন চলে? আমরা কিছু বললে কেন আঁতে ঘা লাগে?
তিনি আরও বলেন, চুরি, ডাকাতি ও হত্যাসহ সব ঘটনারই বিচার হয়। আমাদের আইনের প্রতি আস্থা রাখতে হবে। ভুলে যাবেন না, বর্তমান প্রধানমন্ত্রী আইনের শাসনে কাজ করছে। যুদ্ধাপরাধী ও জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীরা ফাঁসির কাষ্ঠে ঝুলেছে। যারা বাস ও মানুষ পুড়িয়েছেন তাদেরকেও খুঁজে বের করে বিচার করা হবে। যারা যার দায়িত্ব পালন করতে হবে। উপরের দিকে থুথু দিলে নিজের গায়েই পড়ে। ঢিল মারলে পাটকেল খেতে হয়।’
সেলিম ওসমান বলেন, ‘একই মুরগী বার বার জবাই করার চেষ্টা হয়েছে। একটি শিশু সন্তান হত্যা নিয়ে কখনও জামায়াত-শিবির, কখনও শামীম ওসমান ও তার ছেলে আবার কখনও নাসিম ওসমান ও তার ছেলেকে দোষী করার চেষ্টা করা হয়েছে।’
তিনি বলেন, ‘ওই শিশু হত্যা কিভাবে হয়েছে তা খুঁজে বের করা হয়েছে। অপপ্রচার করে খুনীদের আড়াল করে রাখা যাবে না।’
সেলিম ওসমান বলেন, ‘সাত খুন নিয়েও অনেকে আমাদের দোষী করতে চেয়েছিল। কিন্তু আইন খুনীদের খুঁজে বের করেছে। এই খুনীও বের হবে। তবে আসামি যদি বাদি হয় সেক্ষেত্রে খুনী বের হতে একটু সময় লাগে। এক্ষেত্রেও তাই হয়েছে।’
নারায়ণগঞ্জ নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজুনর সঞ্চালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, জেলা যুবলীগের সভাপতি আবু হাসান মুহাম্মদ শহীদ বাদল, সহ সভাপতি জাকিরুল আলম হেলাল, নাসিকের কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মুন্না প্রমুখ।
মন্তব্য চালু নেই