“আর্সেনাল সত্যিকার অর্থেই ধরা খাবে”
আর্সেনাল সত্যিকার অর্থেই ধরা খাবে, যদি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থামিয়ে দিতে পারে মেসুত ওজিলকে। আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে দুই পক্ষর প্রতিদ্বন্দ্বিতাকে সামনে রেখে এমন মন্তব্যই করেছেন থিয়েরি অঁরি। আর্সেন ওয়েঙ্গারের ক্লাব আর্সেনালে যোগ দিয়ে দুর্দান্ত সময় পার করছেন জার্মান তারকা ওজিল। গত শনিবার তাকে দলের বাইরে রাখার কিছুটা খে সারত পেতে হয়েছে গানারদের। ওজিলকে বিশ্রাম দিতে একাদশের বাইরে রেখে এফএ কাপের ম্যাচের জন্য দল গঠন করেছিলেন ওয়েঙ্গার। কস্টার্জিত ওই ম্যাচে ০-০ গোলে ড্রয়ের মাধ্যমে মান বাঁচায় আর্সেনাল। এদিকে বার্সেলোনার বিপক্ষে শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে ওজিলকে একাদশে ফিরিয়ে আনার কথা নিশ্চিত করেছেন ওয়েঙ্গার। এমিরেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুটি ক্লাবেই পেশাদার ফুটবল খেলা অঁরির ধারনা বার্সার বিপক্ষে অঘটন ঘটানোর স্বপ্ন পুরন করার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন ভুমিকাটি পালন করতে পারবে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ওজিল। তিনি বার্সার অফিসিয়াল ওয়েবসাইটকে বলেন,‘ ওজিল অপ্রতিরোধ্য হয়ে ওঠেছেন। তার দরকার শুধুমাত্র উপযুক্ত যোগান। তিনি অসাধারণ ভাল খেলছেন। যেমনটি তিনি মাদ্রিদে খেলেছিলেন। এরপর দুটি বাজে মৌসুম কাটিয়ে তিনি এখন দারুণ করছেন। আপনি যদি ওজিলকে থামাতে পারেন তাহলে এমনিতেই নিভে যাবে আর্সেনাল।’
মন্তব্য চালু নেই