‘আর্জেন্টিনায় অসাধারণ কিছু খেলোয়াড় আছে’
ছন্দে ফিরেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনাও। আজ বুধবার হামেস রদ্রিগেজের কলম্বিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে রাশিয়া বিশ্বকাপের পথ আরো মসৃণ করে নিলো তারা।
কলম্বিয়ার বিপক্ষে গোলমুখ উন্মোচন করেন মেসি। ম্যাচের ১০ মিনিটে কলম্বিয়ার জাল কাঁপান তিনি। ২৩ মিনিটে মেসির ক্রসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস প্রাতো। আর কলিম্বয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
এদিকে শিষ্যদের পারফরম্যান্সে দারুণ খুশি আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। মেসিদের প্রশংসায় পঞ্চমুখ ৫৮ বছর বয়সী এই কোচ। ম্যাচ শেষে বাউজা বলেন, ‘সমালোচকদের সঙ্গে আমি একমত নই। কারণ, তারা বলছেন- খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিচ্ছে না। অথচ দেখুন, ছেলেরা দেশের জার্সির জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এটা তারা অব্যাহত রাখছে। তারা জিততে চায়। আর্জেন্টিনায় অসাধারণ কিছু খেলোয়াড় (মেসি-ডি মারিয়া-মাচেরানো-হিগুয়েনরা) আছে। আমি তাদের নিয়ে খুশি।’
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে বাউজা আরো যোগ করেন, ‘এটা সহজ ম্যাচ ছিল না। ছেলেরা ম্যাচটি দারুণভাবে সমাপ্ত করেছে। সত্যি অসাধারণ! আমাদের পরিকল্পনা ছিল আগের (উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচ) মতোই। আমরা ভয়ঙ্কর একটি দলের (কলম্বিয়া) বিপক্ষে জিতেছি। আমাদের তাদের ভালোভাবেই পরাস্ত করেছি।’
মন্তব্য চালু নেই