আর্জেন্টিনার কোপা দলে নেই তেভেজ-দিবালা

আর্জেন্টিনার ২৩ সদস্যের কোপা আমেরিকা স্কোয়াড থেকে বাদ পড়েছেন বোকা জুনিয়রস তারকা কার্লোস তেভেজ, জুভেন্টাস তারকা পাওলো দিবালা এবং ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার পাবলো জাবালেতা। তেভেজ-দিবালা ছাড়াও চাইনিজ সুপার লিগে খেলা এজিকুয়েল লাভেজ্জিকেও কোপা আমেরিকা স্কোয়াড থেকে বাদ দিয়েছেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো।

তবে ধারণা করা হচ্ছে, ব্রাজিলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক আসরে যোগ দিতে তাদের কোপার স্কোয়াডে রাখা হয়নি।

অন্যদিকে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েনদের নিয়ে মহাদেশিয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় অংশ নিবেন মার্টিনো।

গতবার কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে শিরোপা বিসর্জন দিতে হয়েছিল আর্জেন্টিনাকে। সঙ্গত কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ আসরে এবার শিরোপা জিতেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইবে আলবিসেলস্তেরা। তাই আক্রমণভাগে মেসি-আগুয়েরোদের সঙ্গে রয়েছেন নিকোলাস গটিন, অ্যাঙ্গেল ডি মারিয়া এবং এরিক লামেলার মতো স্ট্রাইকাররা। মিডফিল্ডে রয়েছেন মাশ্চেরানো ও পাস্তোরোরা।

আগামী মাসেই যুক্তরাষ্ট্রে বসছে এবারের কোপার বিশেষ আসর। গ্রুপ ‘ডি’তে আর্জেন্টিার প্রতিপক্ষ হিসেবে রয়েছে পানামা, বলিভিয়া এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি।



মন্তব্য চালু নেই