আরেকটি হ্যাটট্রিকেই ইতিহাস গড়বেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে এসেছেন ২০০৯ সালে। মাদ্রিদের ক্লাবটির হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন। তাদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ট্রফি উল্লেখযোগ্য। ব্যক্তিগত অর্জন কম নয়। এবার আরেকটি উচ্চতায় নিজেকে আসীন করবেন রোনালদো, যদি ঐতিহাসিক এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করতে পারেন।
এল ক্লাসিকো মানেই তো উত্তেজনা। শতবর্ষের মর্যাদার লড়াই। এই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতা কে? উত্তরটা বোধ হয় অনেকেরই জানা। আলফ্রেডো ডি স্টেফানো। তিন দেশের (আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেন) হয়ে খেলা এই কিংবদন্তি ফুটবলার এল ক্লাসিকোতে করেছিলেন ১৮ গোল।
আগামীকাল শনিবার ঐতিহাসিক সেই লড়াইয়ে ন্যুক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচটিতে আর মাত্র তিনটি গোল (হ্যাটট্রিক) করতে পারলেই ইতিহাস গড়বেন রোনালদো। বনে যাবেন এল ক্লাসিকোতে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা।
আর দুটি গোল করলে ডি স্টেফানোর পাশে বসবেন রোনালদো। ২৫টি এল ক্লাসিকোতে অংশ নিয়ে ১৬ গোল নামের পাশে যোগ করেছেন পর্তুগিজ যুবরাজ।
মন্তব্য চালু নেই