আরাধ্যকে নিয়ে কথা বলা সহ্য করবেন না অভিষেক

বলিউড তারকাদের অনেক সময়ই ইন্টারনেটে আজেবাজে কথার সম্মুখে পড়তে হয়। এতে করে তারা বিরক্ত হলেও খুব একটা তাদের রাগতে দেখা যায় না। তবে জুনিয়ের বচ্চন এবারে আর তার বিরক্তি চাপতে পারলেন না।

অভিষেক বচ্চনও নানা সময়ে ইন্টারনেটে তাকে নিয়ে মজা করা হজম করেছেন। তার অভিনয় নিয়ে কথা বললেও নীরবে মেনে নিয়েছেন তিনি। তবে যখন কথা উঠল তার মেয়েকে নিয়ে তখন আর তিনি চুপ থাকতে পারলেন না। এক টুইটার ব্যবহারকারী ব্যক্তি সম্প্রতি লিখেছেন আরাধ্য খুব অবাক হয়ে ভাববে কেন তার বাবার সিনেমা ‘দ্রোনা’ ও ‘ঝুম বারাবার ঝুম’ দেখেও তার মা ঐশ্বরিয়া অভিষেককে বিয়ে করেছেন।

এতে বিরক্ত অভিষেক জবাবে জানিয়েছেন, তার অভিনয় মায়াঙ্ক নামের ওই লোকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আরাধ্যকে এসবের মাঝে আনা তার মোটেও উচিৎ হচ্ছে না। পরে ওই লোক তার পোস্ট মুছে ফেলেছেন।



মন্তব্য চালু নেই