আরবি কেতাব ও মলদ্বার থেকে সাড়ে ৩৪ লাখ টাকার ইয়াবাসহ মৌলভী আটক

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে সাড়ে ৩৪ লাখ টাকা মূল্যমানের সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ১ মৌলভীকে আটক করেছে।

২৩ অক্টোবর সকাল ৭টার দিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টের হাবিলদার নওশের আলীর নেতৃত্বে টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৮) বাসে আরোহিত যাত্রীর দেহ তল্লাশি করে ৩৪ লাখ ৩৫ হাজার ৬শ’ টাকা মূল্যমানের পায়ে পরিহিত জুতার ভিতর হতে ২হাজার পিস, মলদ্বারের ভিতর হতে ৪শ ৫২ পিস এবং হাতে থাকা কিতাবের ভিতর হতে ৯ হাজার পিস সর্বমোট ১১ হাজার ৪শ ৫২ পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাসর পাড়া এলাকার ধানু মিয়ার পুত্র মৌলভী মো. ইসমাইল (২২)কে আটক করে।

টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃত আসামিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।মানবকণ্ঠ



মন্তব্য চালু নেই