আরবাজ-মালাইকার বিচ্ছেদ ‘স্রেফ গুজব’
নতুন বছরে এসে বলিউডে যেমন দুই একটি বিচ্ছেদের ঘটনা ঘটছে, তারচেয়ে বেশি সম্পর্ক ভাঙনের গুজব উঠছে। ফারহান আখতার ও অধুনার ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর গণমাধ্যমগুলোর যেন সম্পর্ক ভাঙনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। সম্প্রতি গুজব উঠেছে আরবাজ-মালাইকার দীর্ঘ ১৭ বছর সম্পর্কের ভাঙন নিয়ে। তবে এই খবরকে স্রেফ গুজব বলেছেন মালাইকার ব্যক্তিগত ব্যবস্থাপক।
গুজব উঠেছে, বলিউডের হাল আমলের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে মালাইকার। আর এই কারণেই নাকি মালাইকা বিচ্ছেদ টানছেন তাদের দীর্ঘদিনের সম্পর্ক থেকে।
তবে এক অনুষ্ঠানে মালাইকার ব্যক্তিগত ব্যবস্থাপক জানান, মালাইকা-আরবাজের দাম্পত্য সম্পর্ক খুবই ভালো যাচ্ছে। তারা ডিভোর্স নিয়ে চিন্তাও করছেন না। যা রটেছে সবই স্রেফ গুজব।
মন্তব্য চালু নেই