আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন রাজ্জাক

জাতীয় দলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক এখন জাতীয় লিগের ভয়ঙ্কর স্পিনার। লিগের প্রথম রাউন্ডের খেলায় প্রথম ইনিংসে দুই উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে একাই নেন সাত উইকেট। ভালো ফর্মে থেকেও বিশ্বকাপের দল থেকে বাদ পড়া জাতীয় দলের এ স্পিনার হয়তো বিসিবির ওপর রিতিমতো ক্ষেপে উঠেছেন। তাই নির্বাচকদের অবহেলার জবাব দিতে লিগের দ্বিতীয় আউন্ডেও বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন তিনি। রোববার বরিশালের বিপক্ষে একাই আট উইকেট নিয়েছেন আবদুর রাজ্জাক।
বিশ্বকাপ দলে যায়গা না পাওয়ার কারণে জাতীয় দলের অন্যতম সেরা এ স্পিনার বিসিবি ও নির্বাচকদের জবাব দিতেই বল হাতে জ্বলে উঠছেন। রোববার বিকেএসপির ২ নাম্বার মাঠে বরিশালের বিপক্ষে ২৯ ওভার বল করে খরচ করেছেন ১০০ রান। এতেই তুলে নিয়েছে আটটি উইকেট। রাজ্জাকের বিষাক্ত স্পিনে ২৭১ রানে অলআউট হয়েছে বরিশালের ব্যাটসম্যানরা।
জবাবে খুলনা ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৩২ ওভারে ৭৩ রান সংগ্রহ করেছে। দুই ওপেনার অমিত মজুমদার ৩০ ও রবিউল ইসলাম ২৬ রানে সাজঘরে ফেরেন। দিন শেষে ইমরুল কায়েস ১১, তৈবুর পারভেজ ১ রানে ক্রিজে রয়েছেন।
বিকেএসপির মাঠে দিনের অপর খেলায় সিলেটের বিপক্ষে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ছয় উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেছেন তানভির হায়দার। এছাড়া ওপেনার লিটন কুমার ৪৯, তারেক আহমেদ ৩৫ ও মাহমুদুল হাসান ৬০ রান করেন। দিন শেষে ধীমান ঘোষ ২৭ ও আরিফুল হক ৩৭ রানে অপরাজিত আছেন। বল হাতে এনামুল হক একাই চারটি উইকেট শিকার করেন।



মন্তব্য চালু নেই