আরইউজের দোয়া ও ইফতার মাহফিল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : সাংবাদিকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, সম্প্রতি বিশ্বে রাজশাহী মহানগর সবচেয়ে কম দূষণের শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। রাজশাহীর এগিয়ে চলার কথাগুলো সাংবাদিকদের আরো বেশি করে প্রচার করা প্রয়োজন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে’র সদস্য জাবীদ অপু ও আনিসুজ্জামান।

ইফতার মাহফিলে অংশ নেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদের লিয়াকত আলী, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মুন্না, রাসিক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, রাজশাহী মহানগর পুলিশ রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান, পিপট্রাস্টের বিভাগীয় সমন্বয়কারী সাঈদুজ্জামান শিপন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংহতি জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাসিক সাবেক ভারপ্রাপ্ত মেয়র শরিফুর ইসলাম বাবু।

সংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফইউজের সাবেক সদস্য কাজী গিয়াস, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আজিজুর ইসলাম, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ বদরুল হাসান লিটন, আওয়ার নিউজ বিডি রাজশাহী প্রতিনিধি সরকার দুলাল মাহবুব, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, জনাব আলী, সাংবাদিক রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সেলিম জাহাঙ্গীর, সালাউদ্দিনসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার মাওলানা মাকসুদ উল্লাহ।



মন্তব্য চালু নেই