আযানের ধ্বনি শুনে লাইভ অনুষ্ঠান থামিয়ে দিলেন সালমান খান! (ভিডিও)

চলছিল কলরস টিভির জনপ্রিয় অনুষ্ঠান “বিগ বস ৮” এর উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থাপনা করছিলেন বলিউডের টপ চলচ্চিত্র তারকা সালমান খান। অনুষ্ঠান চলাকালে একজন অতিথি কথা বলা অবস্থায় পাশের মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসলো মুসলিম ধর্মঅবলম্বি জনপ্রিয় নায়ক সালমান খানের কানে। খানিকটা স্তব্ধ হয়ে গেলেন মুহূর্তেই। কথা বলা অবস্থায় অতিথিকে থামিয়ে দিলেন এবং চুপ হয়ে দাঁড়িয়ে শুনলেন আযান। আযান শেষে আবার অনুষ্ঠান শুরু করেন। এতে করে প্রমান করে দিলেন সালমান তিনি কেমন মুসলমান।

gg

কথা বলা অবস্থায় অতিথিকে থামিয়ে দিলেন এবং চুপ হয়ে দাঁড়িয়ে শুনলেন আযান। আযান শেষে আবার অনুষ্ঠান শুরু করেন। আওয়ার নিউজ বিডির’র পাঠকদের জন্য সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ নিচে দেওয়া হলোঃ

https://www.youtube.com/watch?v=wSZtbhSenKM&ebc=ANyPxKpvPReXAhkDvTPd4tm8JsP88CvoGou4UT7QtlpJCp5Wl588hdnQhjgNzirKbu-e22Ecs8ZnWh9pYQStBdFnXc4kd5zZYg



মন্তব্য চালু নেই