আম পাড়ার চেষ্টা, শিশুকে হত্যার পর বস্তাবন্দি

আম পাড়ার চেষ্টা করতে গিয়ে নির্মম হত্যার শিকার হলো সাত বছর বয়সী শিশু তানজিয়া। রোববার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীবর্দী এলাকায় শিশুটিকে হত্যার পর লাশ বস্তায় ভরে আলমারিতে রাখা হয়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ পঞ্চাশোর্ধ্ব ছাদু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রীবর্দীর শ্রমিক রবিউলের শিশু মেয়ে তানজিয়া আজ দুপুর ১২টার দিকে ছাদু মিয়ার বাড়ির গাছের আম পাড়ার চেষ্টা করে। টের পেয়ে ছাদু মিয়া মেয়েটিকে ধরে চড়-থাপড় দিতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তানজিয়ার মরদেহ বস্তায় ভরে নিজ ঘরের আলমারিতে লুকিয়ে রাখেন।

প্রত্যক্ষদর্শী শিশুরা বিষয়টি তানজিয়ার পরিবারকে জানালে পুলিশে খবর দেওয়া হয়। বিকেল ৩টায় পুলিশ ছাদু মিয়ার ঘরের আলমারির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় তানজিয়ার মরদেহ উদ্ধার করে এবং ছাদু মিয়াকে গ্রেপ্তার করে।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই