আম্মু আব্বু কবে আসবে?

গুম, খুনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী গণঅনশনে নিখোঁজদের স্বজনরা উপস্থিত ছিলেন। যার মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রাসেলের স্ত্রী রুমা। তার স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন।
রুমা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে ফেরত চাই। দেড় বছর ধরে তাকে খুঁজে পাইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আমার স্বামীকে ফেরত চাই। আমার ৩ বছরের বাচ্চা শুধু তার আব্বুকে খুঁজে। বলে, আম্মু আব্বু আসবে কবে?’
তেজগাঁও ছাত্রদলের আরেকজন নেতা তারিকুল ইসলাম টিটু। এই ছাত্রনেতাও নিখোঁজ রয়েছেন অনেকদিন ধরে। তার মা হাসিনা বেগম অনশনে এসে বলেন, ‘দেশবাসীসহ সবার কাছে দোয়া চাই। সরকারের কাছে আমার সন্তান ভিক্ষা চাই।’
ছাত্রদল বিমান বন্দর থানার যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নাও নিখোঁজ রয়েছেন। তার বাবা শামসুদ্দিন নিজামও আসেন জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশনে।



মন্তব্য চালু নেই