আমেরিকায় ২৫ লাখ টাকা বেতনের চাকরি ফিরিয়েছেন মেঘনা
দেশের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার কারণে আমেরিকার ২৫ লাখ টাকার চাকরির অফার ফিরিয়ে দিয়েছেন ভারতের যোধপুরের বাসিন্দা মেঘনা সিং। তিনি ভারতীয় স্থলসেনার লেফটেন্যান্ট। বর্তমানে চেন্নাইয়ে কঠোর ট্রেনিং নিচ্ছেন।
মেঘনা জল, স্থল, ও বায়ু, ভারতীয় সেনার তিনটি উইংয়ের পরীক্ষাতেই পাস করেছেন। মেঘনা ভারতীয় সেনায় কাজ করতে চান বলেই আমেরিকার আইটি কোম্পানির লাখ টাকার চাকরি অবলীলায় ছেড়ে দিয়েছেন।
২০১৪ সালের জুলাই মাসে মেঘনা আমেরিকার ম্যু সিগমা কোম্পানিতে চাকরি পান। তার পারিশ্রমিক ছিল বাংলাদেশি মুদ্রায় বার্ষিক ২৫ লাখ টাকা। কিন্তু ছোটবেলা থেকেই নাকি ভারতীয় সেনায় যোগ দেয়ার ইচ্ছে ছিল মেঘনার।
মেঘনা চাকরির শুরুতেই যে পারিশ্রমিক পাচ্ছিলেন তা নাকি ভারতের সাংসদ-মন্ত্রীরাও পান না। মেঘনা চাইলে আরামে, বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু মেঘনা বরাবরই চাইতেন দেশের জন্য কিছু করতে।
মন্তব্য চালু নেই