আমেরচারায় অবৈধ হাট প্রতিবাদ সমাবেশ : যেকোন সময় সংঘর্ষের আশংকা

ঝিনাইদহ সদর উপজেলার আমেরচারা বাজারে অবৈধ হাট বসাকে কেন্দ্র করে উত্তাপ্ত হয়েছে উঠেছে এলাকার পরিবেশ। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ। এ হাটের বিরোধীতা করে শনিবার বিকালে আমেরচারা বাজারে হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, হলিধানী ও কাতলামরীতে দুটি হাট রয়েছে। এ হাট দুটি আমরা ২০ থকে ২২ লক্ষ টাকা দিয়ে ডেকেছি। আমাদের ক্ষতি করতে বিনা প্রয়োজনে সড়ক ও জনপথের জায়গায় অবৈধ ভাবে সাগান্না ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ হাট বসিয়েছেন। এ অবৈধ হাট তুলে দেওয়ার জন্য তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেন। প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সাগান্না বাওড় কমিটির সভাপতি নেকবর মন্ডল।

এসময় আরো বক্তব্য রাখেন, শমশের মন্ডল, হারুন আর রশিদ প্রমুখ। এবিষয়ে রাজু আহমেদ বলেন, স্থানীয় ব্যবসায়ীরা কাচামাল ও শাকসবজি এনে বিক্রয় করছে। এখান থেকে খাজনা বা কোন প্রকার অর্থ নেওয়া হয় না।



মন্তব্য চালু নেই