‘আমি হারামের এক পয়সাও ধরি না’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘আমার দুটি শিশু সন্তানের মাথায় হাত রেখে বলতে চাই, নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি করপোরেশনের এক টাকার সঙ্গেও আমার সম্পর্ক নেই। আমি হারামের এক পয়সাও ধরি না।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে অভিযোগ উত্থাপন এবং পরবর্তীতে তদন্ত কমিটি গঠন নিয়ে আলোচনায় আসেন মেয়র আইভী।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তার এই অভিযোগ প্রসঙ্গে এ সব কথা বলেন। স্কুলটির ক্রীড়া ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
আইভী বলেন, ‘আমি অত্যন্ত সৎভাবে জীবনযাপন করছি। একজন নারী বলে বিভিন্নভাবে আমার আত্মসম্মানে পর্যন্ত আঘাত করা হচ্ছে। কিন্তু আমি কিছুতেই দমব না। আমি নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন করেই যাব।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী আর সেভেন মার্ডারের সঙ্গে কারা জড়িত সেসব আমি বলে দেওয়ার কারণেই আমার বিরুদ্ধে দুর্নীতির তিলক এটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষকে সত্য কথা বলার জন্য আমি যেভাবে জাগিয়ে তুলেছি এতে আমার যদি জেলও হয়, আমার প্রতি যদি দুর্ভোগ নেমে আসে তাহলেও আমি পিছ পা হবো না।’
মেয়র আইভী বলেন, ‘আমার অপরাধ কী? আমার বিরুদ্ধে অপপ্রচার তা জানেন না কে? আমার অপরাধ আমি এ ছোট বাচ্চা ত্বকী হত্যার বিচার কেন চেয়েছি। ত্বকী হত্যারকারীদের নাম আমি স্পষ্টভাবে বলে দিয়েছি। আমার অপরাধ, সেভেন মার্ডার কারা ঘটিয়েছে তাদের নাম বলে দিয়েছি। আমি নারায়ণগঞ্জ শহরের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। আমি যা বলি স্পষ্টভাবে বলি। আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি।’
তিনি বলেন, ‘আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না। আমার ফ্যামেলিরও ভয় কারো নেই। আমার বাবাও এভাবে অসংখ্য প্রতিকূলতার মধ্যে নারায়ণগঞ্জে নেতৃত্ব দিয়েছে। আমিও ঠিক সেভাবে কাজ করছি।’
সেলিনা হায়াত আইভী প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি জানি সত্য যতই কঠিনই হোক প্রতিষ্ঠিত হবেই ইনশাল্লাহ। আমার জন্য আপনাদের কিছু করতে হবে না। মিটিং, মিছিল কিছুই করতে হবে না। শুধু ঘরে বসে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমি সত্যের পথে আছি, থাকব।’
প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মেহেরুন নেছা বিথী, সিনিয়র শিক্ষক-শিক্ষিকা গুলশান আরা শাহীন, সুকুমার রায়, গঙ্গা বিশ্বাস, তামান্না ইসলাম, রেখা দাস, মুনমুনসহ শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের শিক্ষার্থী-অভিভাবকেরা।
স্কুলের বার্ষিক ক্রীড়া ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পিএসসিতে জিপিএ-৫ পাওয়া, বৃত্তি পাওয়া ও জেলা কিন্ডারগার্টেন ভিত্তিসহ মোট ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই