আমি সালমানকে চাই : সানি লিওন
আমার বলিউডের সব কৃতিত্ব সালমান খানের, তিনি আমার গডফাদার’ বলে জানিয়েছেন বলিউডের গ্ল্যামার কুইন সানি লিওন। তিনি বলেছেন, ‘বলিউডের আজ আমার যা প্রসিদ্ধি তার সব কৃতিত্ব যায় সালমান খানের ওপর। তিনিই আমার গডফাদার।
বিগ-বস সিজন ৫-এ মঞ্চ আমার জীবনের মোড় পাল্টে দিয়েছে। এই রিয়েলিটে শোতে সালমানের আমার প্রতি প্রশংসা, বিশ্বাস আমাকে আজ বলিউডের এই জায়গায় পৌঁছে দিয়েছে।’
সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের এই বেবি ডল এসব কথা জানান। ‘আমার স্বপ্ন সালমানের বিপরীতে কাজ করার’ মন্তব্য করে সানি লিওন আরো বলেন, ‘আমি জানি এক না একদিন আমার এই স্বপ্ন পূরণ হবে। সিনেমায় আমার বিপরীতে আমি চাই সালমানকে।
মন্তব্য চালু নেই