আমি শামীম ওসমান, কাউকে কেয়ার করি না
নজরুলসহ সাতজনের অপহরণের পর তাদের মুক্তির জন্য যা যা করার সব করেছেন বলে দাবি করেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এমপি। তিনি বলেন, আমি চেয়েছি অন্তত লোকগুলো বেঁচে থাকুক। আমি ভিক্ষা চেয়েও পাইনি। আমি ক্লান্ত।
নজরুলসহ সাত খুনের প্রতিবাদে রোববার নারায়ণগঞ্জে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি অসহায় বোধ করছি। আমি আসলেই অসহায় বোধ করছি। তবে আমি আমার জন্য চিন্তা করি না। কিন্তু এভাবে নারয়ণগঞ্জ চলতে পারে না। আমি মাঠে নামব। তিনি নারায়ণঞ্জবাসীকে তার পাশে থাকার ওয়াদা করান।
তিনি বলেন, আমি শামীম ওসমান। আমি কাউকে কেয়ার করি না। সুফিয়ান-হোসেন, গুণ্ডাপাণ্ডাদের শায়েস্তা করার জন্য আমি একলাই যথেষ্ট।
প্রশাসনের সব জায়গায় যোগাযোগ করেও অপহৃত নজরুলসহ অন্যদের বাঁচাতে পারেননি বলেও দাবি করেন শামীম ওসমান। তিনি বলেছেন, নজরুলের অপহরণের পর যখন র্যাবের কর্মকর্তাদের খবরটি জানিয়ে তাদের উদ্ধারের আবেদন জানাই, তখন তারা হাসাহাসি করেন। পরে র্যাবের সিওকে জানালে তিনি তাদের উদ্ধারের আশ্বাস দেন।
মন্তব্য চালু নেই