আমি শচীনকে বোল্ড আউট করতে চাই: সাইয়ামি

ভারতের নবাগত চিত্রনায়িকা সাইয়ামি খের। গত বছর ‘মির্জিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও অভিনয়ের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাইয়ামি বলেন, ‘আমি শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলতে চাই। অন্তত তাকে একবার বোল্ড আউট করতে চাই। শুনেছি, তিনি খুব ভালো রান্না করেন। কোনো দিন সুযোগ হলে তার হাতের রান্নাও চেখে দেখার ইচ্ছে রয়েছে।’

এক সময় ক্রিকেটার হওয়ার খুব ইচ্ছে ছিল সাইয়ামির। মিডিয়াম পেসার হিসেবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেট দলে সিলেকশনের জন্যও তার নাম ভাবা হয়েছিল। কিন্তু ক্রিকেটের চেয়ে বলিউডে ক্যারিয়ার গড়তেই বেশি মনোযো



মন্তব্য চালু নেই