‘আমি বেশ কিছুদিন পবিত্র কোরআন পড়েছি’
৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে ‘মুসলিম-বিরোধী’ ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কে ছিলেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। নিজের মুখেই এমন আতঙ্কের কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী নিষেধাজ্ঞা দেয়ার সময় তিনি ছিলেন গ্রিস ও তুরস্কে।
ইসলামের প্রতি তার বাড়তি আগ্রহের কথা প্রচারিত হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন কিনা এ নিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। লিন্ডসে লোহান এসব বিষয়ে মুখ খুলেছেন। তিনি লন্ডনের অনলাইন ডেইলি মেইলকে বলেছেন, আমি বেশ কিছুদিন ধরে পবিত্র কোরআন পড়েছি। আমি সব ধর্মকেই সম্মান করি। ইসলাম একটি সুন্দর ধর্ম আর আমি একজন খুব বেশি আধ্যাত্মিক মানুষ। এসব নিয়ে আমি পড়াশোনা করছি।’
তিনি আরো বলেন, রাতারাতি ধর্ম পরিবর্তন করা যায় না। তবে, কিছুদিন আগে মুসলিম ৭টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তিনি আমেরিকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে ছিলেন সংশয়ে।
মন্তব্য চালু নেই