‘আমি প্রেম করতে প্রচণ্ড ভয় পাই’

সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি তিনি অভিনেত্রী নাজনীন হাসান চুমকি রচিত ও পরিচালিত ধারাবাহিক নাটক ‘নাগরদোলা’য় কাজ শুরু করেছেন।

নাটকটিতে সাবিলা নূরকে দেখা যাবে কুহেলি নামের একটি কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে।

এ প্রসঙ্গে সাবিলা বললেন, ‘চুমকি আপুর এই ধারাবাহিক নাটকটির গল্পটা বেশ সুন্দর। নাটকটিতে দেখা যাবে আমি কলেজে পড়ি। আমি প্রেম করতে প্রচণ্ড ভয় পাই। কিন্তু তারপরও প্রেমে পড়ি। এরপর কি ঘটে তা দেখতে পাওয়া যাবে নাটকটি প্রচার শুরু হওয়ার পর।’

এর আগে দুদিন শুটিং হওয়া এই নাটকটির শুটিং আবারও কাল কিছু অংশের শুটিং শেষ হয় ।

সাবিলা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তানিয়া হোসাইন, ওয়াহিদা মল্লিক জলি, জোভান প্রমুখ।



মন্তব্য চালু নেই