‘আমি ছোটপর্দার পার্টটাইম অভিনেত্রী ‘

চলচ্চিত্র নায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি অভিনয় করছেন একটি টেলিফিল্মে। মাকসুদুল হক ইমু পরিচালিত এ টেলিফিল্মের নাম ‌’গরমিল’। ৭ তারিখে কক্সবাজারে শুরু হয়েছে এই টেলিফিল্মের কাজ। এখন শুটিং চলছে উত্তরার শুটিং হাউজ স্বপ্লীল-২ তে। এতে নিঝুমের বিপরীতে আছেন শ্যামল মাওলা।

এ টেলিছবিটি ছাড়াও ঈদের জন্য আরও দুটি নাটকে অভিনয় করবেন তিনি। চলচ্চিত্র অভিনেত্রীদের সচরাচর নাটক-টেলিফিল্মে দেখা যায় না।তবে কি চলচ্চিত্র ছেড়ে এবার ছোটপর্দায় নিয়মিত অভিনয় করবেন নিঝুম? জবাবে নিঝুম বলেন, ‘ছোটপর্দায় নিয়মিত হওয়ার ইচ্ছে নেই। শুধু মাত্র ঈদ উপলেক্ষ্য দু’তিনটি কাজ করবো। এরপর আবার চলচ্চিত্রে। বলতে পারেন ছোটপর্দার পার্টটাইম অভিনেত্রী আমি।’

নিঝুম রুবিনার মিডিয়ায় আগমন ঘটে চলচ্চিত্র দিয়ে। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবিতে তার নায়ক ছিলেন সাইমন। এরপর মুক্তি পায় ‘অনেক সাধনার পরে নামে আরও একটি ছবি। বেশকিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন এই নায়িকা। বেশকিছু বিজ্ঞাপনেও অভিনয় করেছেন নিঝুম রুবিনা।



মন্তব্য চালু নেই