‘আমি একটি কুকুর চাই, কোনো পুরুষ নয়’
দিন কয়েক আগেই অভিনেতা তথা প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে শিরোনামে উঠেছিলেন। সেই খবরের জের ধরেই এবার বিস্ফোরক মন্তব্য নার্গিস ফাকরির, ‘আমি একটা কুকুর চাই, কোনো পুরুষ নয়’।
বিষয়টা ঠিক কী?
নার্গিসের কথায়, ‘কুকুর তার মালিককে দেখার সময় যে রিঅ্যাকশন হয়, আমরা আমাদের ভালবাসার মানুষকে দেখলেও সেই অনুভূতিই হয়। তাই আমার একটা কুকুর চাই, কোনো পুরুষ নয়।’
নার্গিসের এই বক্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে বি-টাউনে। কিন্তু কি তাতে থোড়াই কেয়ার করেন নায়িকা?
সূত্র: আনন্দবাজার
মন্তব্য চালু নেই