আমির খানকে পেতে মরিয়া সানি লিওন!
বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গ পেতে মরিয়া হয়ে আছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে অনস্ক্রিন যদি ৩০ সেকেন্ডের জন্যও পারফর্ম করতে পারেন, সেটাই নাকি সানির জন্য হবে সারা জীবনের সম্পদ।
আমির খান তার মতো বিতর্কিত জগতের অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে কি আদৌ রাজি হবেন? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে সানি বল ঠেলেছিলেন আমিরের দিকেই। তার দিনকয়েকের মধ্যেই ‘গ্রেসফুল’ সানির প্রশংসায় পঞ্চমুখ হন ‘দঙ্গল’ স্টার।
সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে আমন্ত্রণ করে একদিন ডিনারও খাওয়ান আমির। সেই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে স্মরণীয় বলে জানিয়ে সানি বললেন, ‘আমি আমিরের সঙ্গে দেখা করেছি, সেটা আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল। ওর সঙ্গে কাজ করার কোনও প্রত্যাশা আমার ছিল না। তবে, আমির যখন বললেন আমার সঙ্গে কাজ করতে চান, তখন সত্যিই খুব খুশি হয়েছিলাম। আমির যদি চান, আমি ওর কোনও দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে একটা গাছ হয়েও দাঁড়িয়ে থাকতে রাজি আছি।’
সানি আরও বলেন, ‘আমি যদি আমিরের সঙ্গে ১ মিনিট বা ৩০ সেকেন্ডও স্ক্রিনটাইম শেয়ার করতে পারি, তবে সেটাই আমি আমার বাকি জীবন ধরে উপভোগ করব।’
মন্তব্য চালু নেই