আমির খানকে ধন্যবাদ জানালেন কপিল, কিন্তু কেন?

আমির খানকে ধন্যবাদ এবং প্রশংসায় ভরিয়ে দিলেন কপিল শর্মা।কিন্তু আমির খান তো কখনও কপিল শর্মার শোয়ে অতিথি হিসেবে যাননি। তাহলে? আমির খান নিজে হয়তো এখনও কমেডি নাইটস উইথ কপিল শো-তে যাননি। কিন্তু সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন ফোগট বোনেরা।

আর সেই কারণেই টুইটারে আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন কপিল।

কপিল শর্মা টুইটারে লিখেছেন, ‘ধন্যবাদ আমির স্যার। এ দেশের সিনেমার মিস্টার পারফেকশনিষ্ট আমির খানের দঙ্গলের জন্যই আমাদের শো-তে পেলাম দুই ফোগট বোনদের।’ প্রসঙ্গত, আমির খান নিজে কখনও কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হিসেবে না গেলও, তাঁর সমসাময়িক শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগনরা একাধিকবার গিয়েছেন কপিল শর্মার অনুষ্ঠানে। এখন দেখার, কপিলের এমন ঢালাও প্রশংসার পর আমির খানকেও তাঁর অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখতে পাওয়া যায় কিনা।-জিনিউজ



মন্তব্য চালু নেই